কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতী (জিপিএ-৫) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের সসম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা চম্পা, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আকবর হোসেন, সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকমন্ডলী এবং সংবর্ধিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ৫৪ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এবারের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সাফিয়া হুদা সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানা গেছে।