Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৬:০২ পিএম

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা র্ডপ উভল্ভ এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯ টায় স্থানীয় তুবা কমিউনিটি সেন্টারে সিএসও এবং সিএসও নেটওয়ার্ক এর কার্যক্রম টেকসইকরণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইভল্ভ প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন ইভল্ভ ফিল্ড ফেসিলেটেটর চুমকি রায়।

কর্মশালা শেষে সিএসও নেটওয়ার্ক কমিটি গঠনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শিউলি আক্তার, সহসভাপতি পদে সাগর ঢালী, সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুল হক খোকন, সহ-সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার সম্পাদক শৈব্য ডাকুয়া, অর্থ সম্পাদক মোর্শেদ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য হোসনে আরা হাসি, সাগর সিকদার ও হালিমা বেগম নির্বাচিত হয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)