Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সাতক্ষীরায় নাহিদ ইসলাম

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৮:৩৩:৪১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেছেন তারা ভেবেছিল ২-৩ টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কেনার সক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই নতুন বাংলাদেশ চাঁদাবাজ দখলবাজদের কোনো ঠাঁই নাই।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের  খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে জুলাই পদযাত্রার ১২ তম দিনে এনসিপি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপির প্রধান নাহিদ ইসলাম আরো বলেন, আমরা দেশের সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে রাখতে চায় যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়. যারা চাদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি, গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবনদানের পরেও তারা যদি মনে করে পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় তাহলে এটা এত সহজ হবেনা।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তি এখনও বাকী আছে, এখনও তাদের গণজোয়ার রয়েছে। ৫ আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম, হাসনাত আব্দুল্লাহ বলেছে, আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম।

৫ আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পূনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর উর্ধ্বে গিয়ে দেশকে নতুন করে গড়ে তুলি কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়া ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরী করতে চাইনা। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পূর্ণগঠন করতে চায়। আমরা এখনও বলছি, নির্বাচনী ভাগবাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনও খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয়, তবে জনগন আপনাদের আর ক্ষমা করবেনা।       

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য  দেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান, ডা. তাসনিম জারা প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তীব্র গরম ও প্রচন্ড রোদ্র উপেক্ষা করে নেতৃবৃন্দ সাতক্ষীরার খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পৌছালে সমাবেশ স্থল বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন, আপনারা উপকুল এলাকার বাসিন্দা। নানা ঘূর্নিঝড় ও নানা প্রতিকুলতা সত্বেও এই দেশকে উপকুলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অবস্থাপনা আমরা জানি। সাতক্ষীরাবাসি এখনও রেললাইনের সুযোগ পায়না, কোনো রেল সংযোগ এই ৫৪ বছর হয়ে গেছে এখনও সাতক্ষীরায় এসে পৌঁছায়নি। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমরা কী সাতক্ষীরায় রেললাইন চাই? সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চাই? উপস্থিত জনতা হাত উচিয়ে এতে সমর্থন জানান। আমাদের জলবায়ূ আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। সাতক্ষীরার মানুষ মাটির মানুষ, আপনাদের জলবায়ূ নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা নাগরিক পার্টির সাথে থাকবেন, চাদাবাজদের ভয় পাওয়ার কোনো কারন নেই।

পথসভা চলাকালীন সময়ে প্রচন্ড গরমের কারণে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েন।

এক পর্যায়ে অনুষ্ঠানে এনসিপি’র নেতারা বক্তব্য সীমিত করে পদযাত্রা, অফিস উদ্বোধনসহ অন্যান্য কর্মসূচি বাদ দিয়ে তারা বাগেরহাট জেলার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)