মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর সদরের ঐতিহ্যবাহী মডেল সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে কৌশিক কুমার সাহা। সে মহম্মদপুর সদরের দলিল লেখক ও সামাজিক ব্যক্তিত্ব কিশোর কুমার সাহা এবং গৃহিনী মিনা রাণী সাহার একমাত্র ছেলে। সে ইঞ্জিনিয়ার হতে চাই।
বিজ্ঞানের শিক্ষক শরীফ কামরুজ্জামান সুইট জানান-এবছর কৌশিক কুমার সাহা এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। তার এমন সাফল্যে আমরা ও শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠিরাও অনেক খুশি।
সে মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতেও জিপিএ ৫ পেয়েছিল এবং ৮ম শ্রেণিতেও সে ভালো ফলাফল করে।
এদিকে ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে উচ্ছ্বসিত পিতা কিশোর কুমার সাহা। তিনি বলেন, ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই কৌশিক।
প্রতিবছরের মতো এবারও সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ে মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ১৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন, পাস করেছে ১১৭ জন।