কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে শহরের কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কাশীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার উঠান থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।