নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : লিতুন জিরাকে শুভেচ্ছা জানাতে ফুল আর মিষ্টি নিয়ে বাড়িতে গেলেন মণিরামপুরের ইউএনও নিশাত তামান্না। হাত-পা ছাড়াই জন্ম নেয়া থুতনি দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়ার খবরে লিতুন জিরার বাড়িতে যান তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে দেশজুড়ে আলোচিত এই অভাবনীয় সেরা সাফল্য পেয়েছে লিতন জিরা।
শুক্রবার দুপুরে ইউএনও নিশাত তামান্না লিতুন জিরার বাড়িতে গিয়ে নিজ হাতে মিষ্টি মুখ করান লিতুনকে।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামন্না বলেন, প্রশাসন সব সময় লিতুন জিরার পাশে থাকবে। একাগ্রতা ও প্রবল ইচ্ছা শক্তি থাকলে সব কিছু অর্জন করা যায় তার নজির স্থাপন করেছে লিতুন জিরা। তিনি লিতুন জিরার জিপিএ-৫ খবরে খুবই খুশি হয়েছেন। সাথে সাথে জেলা প্রশাসক স্যার তার সাফল্যে খুশি হয়েছেন। অচিরেই লিতুন জিরাকে জেলা প্রশাসকের পক্ষ হতে সংবর্ধিত করা হবে।