Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইংরেজি বিতর্কের নতুন দিগন্ত, আইডিয়া ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১২:৪১:০২ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করলো ‘আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’। ইংরেজি শেখার জনপ্রিয় এই প্রতিষ্ঠানের আয়োজনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান, যেখানে যশোরের স্বনামধন্য সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে যেকোন বয়সের আগ্রহীরা ইংরেজি বিতর্ক, সঠিক উচ্চারণ, শব্দ চয়ন ও উপস্থাপন কৌশলসহ নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ লাভ করতে পারবে।
একই আয়োজনে ‘আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’ এর ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও ‘আইডিয়া স্পোকেন’ এর প্রতিষ্ঠাতা হামিদুল হক বলেন, “আমাদের দেশে শিক্ষার্থীদের ইংরেজি শেখা নিয়ে ভয় তৈরি হয়েছে” এটা তাদের দোষ নয়, বরং আমাদের শেখানোর পদ্ধতির ঘাটতি। আমরা এক যুগের বেশি সময় ধরে গেইম মেথডে ইংরেজি শেখাচ্ছি। মাত্র তিন মাসেই তারা ইংরেজিভীতিকে জয় করছে এবং হয়ে উঠছে আত্মবিশ্বাসী বক্তা ও বিতার্কিক। বিতর্ক একটি শিল্প, যা অনুশীলনের মাধ্যমে দক্ষতায় পরিণত হয়। এজন্যই যশোর কিংবা এর বাইরে দেশ-বিদেশের আগ্রহীদের জন্য অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’ উন্মুক্ত যাত্রা শুরু করলো।”
অনুষ্ঠানের শুরুতেই আইডিয়া স্পোকেন এর কো-অর্ডিনেটর নাবিলা সুলতানার সঞ্চালনায় অতিথিদের ইংরেজী তে স্বাগত জানান তাসফিয়া হক ঐশ্বর্য্য। এরপর প্রতিষ্ঠাতা হামিদুল হক এর কী নোট উপস্থাপনের পর আয়োজনের অংশ হিসেবে ‘আইডিয়া স্পোকেন’-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শো-ডিবেট অনুষ্ঠিত হয় এবং দর্শকরা অংশ নেয় একটি ইন্টার‌্যাকটিভ ইংরেজি অনলাইন গেইমেও।
নাবিলা সুলতানা জানান, “আমরা আশাতীত সাড়া পাচ্ছি ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’ নিয়ে। আমাদের স্পোকেন প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি লাভ করেছে, এবার ইংরেজি বিতর্ককে কেন্দ্র করে আরো বড় পরিসরে এগিয়ে যেতে চাই।”
উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ শহীলুদ্দীন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরিন, কালেক্টরেট স্কুল যশোরের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, এমএসটিপি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক খায়রুল আনাম এবং নবকিশলয় স্কুল যশোরের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষকবৃন্দ।
আয়োজনের শেষ পর্যায়ে সম্মানিত প্রিন্সিপাল’দের আইডিয়া স্পোকেন এর স্কুল ভিত্তিক এম্বাসেডর ঘোষণা করে সম্মাননা স্মারক প্রদান ও বিজয়ী শিক্ষার্থীদের মেডেল দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয় আয়োজন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)