নিজস্ব প্রতিবেদক : জামায়েত ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আমরা বাংলাদেশে যেনো তেনো ভাবে নির্বাচন হতে দিব না । আগামী নির্বাচন স্বচ্ছ , নিরপেক্ষ ও চাপ মুক্ত না হলে জুলাই এর বিজয় ব্যর্থ হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত , বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীর প্রয়োজন। প্রতিটি বাড়িতে বাড়িতে যশোর -৩ আসনের জামায়াতের প্রার্থী ভিপি আব্দুল কাদেরের পক্ষে ভোট চাইতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।
শুক্রবার বিকেলে যশোর বিডি হলে জামায়াতে ইসলামী যশোর শহর ও সদর, জেলা শাখার ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যশোর শহর শাখার আমির অধ্যাপক শামসুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা শিক্ষা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা শাখা সভাপতি অধ্যাপক আশরাফ আলী, শহর শাখার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, সদর শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, অধ্যাপক আরিফুল হক কল্লোল, শহর সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক। সম্মেলন পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান হোসেন।