নিজস্ব প্রতিবেদক : যশোরে গৃহবধূ অনামিকা রাণী ঘোষ (২২) নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গৃহবধূর পিতা ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিপুর গ্রামের অরবিন্দু ঘোষ (৫৮)। পুলিশ স্বামী সোহাগ ঘোষকে আটক করেছে।
আসামি করা হয়েছে গৃহবধূর স্বামী যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের পরিতোষ ঘোষের ছেলে সোহাগ ঘোষ (৩৩), তার ভাই সবুজ ঘোষ (৩০) এবং তাদের মা লতিকা রাণী ঘোষ (৫০)।
এজাহারে অরবিন্দু ঘোষ উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সোহাগের সাথে তার মেয়ে অনামিকার বিয়ে হয়। বিয়ের পর তারা সাড়াপোল গ্রামে থাকতো। বিয়ের কিছুদিন পর থেকে অন্যান্য আসামিদের প্ররোচনায় তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। বিষয়টি তার মেয়ে তাকে মোবাইল ফোনে অনেক বার জানিয়েছে।
পরবর্তীতে আসামি সোহাগ শহরের চারখাস্বার মোড়ের একটি বাড়িতে ভাড়া নিয়ে সেখানে তার মেয়েকে নিয়ে থাকতো। গত ৯ জুলাই রাত ১০টার দিকে তার মেয়ের সাথে ফোনে কথা হয়। এরপর জানতে পারেন তার মেয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি সেখানে গিয়ে তার মেয়ের মরদেহ দেখতে পান। আসামিরা তাকে প্ররোচনা দেয়ায় তার মেয়ে আত্মহত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।