Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে কৃষকদের মধ্যে তুলা বীজ, সার ও কীটনাশক বিতরণ

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১২:৪৫:৫১ পিএম

 

জীবননগর প্রতিনিধি: জীবননগরে তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে ৯ শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রণোদনার এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল আমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক ড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, তুলা উন্নয়ন বোর্ড যশোর আঞ্চলিক কার্যালয়ের কীট পতঙ্গ বিশেষজ্ঞ  ড. তাসদিকুর রহমান, মেহেরপুরের তুলা উন্নয়ন কর্মকর্তা. এজাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ কুমার। সহযোগিতায় ছিলেন জীবননগন কটন ইউনিট অফিসার সাইফুল ইসলাম।

উপকরণ হিসেবে প্রত্যেক কৃষককে ৬শ’ গ্রাম করে তুলার বীজ, টিএসপি সার ৫০ কেজি, এমওপি সার ৫০ কেজি, ইউরিয়া সার ২০ কেজি, বোরন ২ কেজিসহ বিভিন্ন কীটনাশক দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)