মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মোরেলগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে কয়েকশ মৎস্য ঘের ও পুকুরের মাছ বের হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারার ফলে তারা অর্ধাহারে জীবন যাপন করছে।
খোঁজ নিয়ে জানাগেছে, পৌর সদরের সরালিয়া, সেরেস্তাদার বাড়ি, কাঠালতলা, ভাইজোড়া এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে অছে প্রায় তিন হাজার মানুষ। এসব এলাকার মানুষজন ও তাদের গবাদি পশু ঘরের বাইরে বের করতে পারছেন না। নিত্য দিনের আয়ের মানুষজন কাজ করতে না পারার ফলে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে।
কৃষকের সাথে কথা বলে জানাগেছে, তাদের ঘরে গত সাত দিন আগে ধান ভিজিয়ে রেখেছে বীজতলা করার জন্য কিন্তু বৃষ্টি কমছেনা। ধান বপন করার জমি পানিতে তলিয়ে রয়েছে। তারা আগামি আমন ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।