বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার হ্যামকো কোম্পানিতে ডাকাতি হওয়া কোটি টাকার বেশি মালামালসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংএ তথ্য জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ৪ জুলাই শুক্রবার রাত পৌনে ৮ টায় ফকিরহাট থানার নওয়াপাড়া মোড় সংলগ্ন হ্যামকো কোম্পানিতে ডাকাতি শুরু হয় এবং ৫ জুলাই শনিবার ভোর ৫ টা পর্যন্ত চলে। এ সময় ডাকাতদল ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে চলে যায়। এ ঘটনায় ৫ জুলাই শনিবার ফকিরহাট মডেল থানায় মামলা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শরিফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তের পর ফকিরহাট মডেল থানার ওসি মীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ চট্রগ্রামের সীতাকুন্ডু এলাকা থেকে অশরাফুল ইসলাম (৩৫) ও গোলাম মুর্তজা (৩৬) কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে পুুলিশ আরো ৫ জন ডাকাতকে গ্রেফতার ও লুট করা মালামাল উদ্ধার করে। ডাকাতরা ঢাকা, চট্রগ্রাম, রুপসা এবং ফকিরহাট এলাকার বাসিন্দা।
প্রেসব্রিফিংয়ে ফকিরহাট থানার ওসি মীর আব্দুর রাজ্জাক এবং বাগেরহাট মডেল থানার ওসি মাহামুদুল হাসানসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল উপস্থিত ছিলেন ।