Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হ্যান্ডবল দল

কোচের দায়িত্ব পেলেন যশোরের তৌহিদুর রহমান সোহেল

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৬:৪৩:৩৪ পিএম

 

 

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষকের (কোচ) দায়িত্ব পেলেন যশোরের তৌহিদুর রহমান সোহেল। বিষয়টি সোহেল নিজেই মুঠোফোনে এ প্রতিবেদককে জানান। একইসাথে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। সোহেল যশোর জেলা হ্যান্ডবল ও বাস্কেটবল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। পরবর্তিতে তিনি কোচিং পেশায় আসেন। ঢাকায় বাংলাদেশ আনিসারসহ বিভিন্ন দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন সাবেক এ কৃতি খেলোয়াড়। এছাড়া যশোরে ফারুক-তমাল হ্যান্ডবল একাডেমি নামে একটি কোচিং পরিচালনা করেন তিনি। এদিকে, বাংলাদেশ জাতীয় পুরুষ হ্যান্ডবল দল গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে প্রাথমিক বাছাই পর্বের প্রশিক্ষণ ক্যাম্প ঢাকার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। এ ক্যাম্প থেকে জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে যাত্রা শুরু করলেন সোহেল। ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে ‘১৪তম সাউথ এশিয়ান গেমস’। এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল।  প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানকারী খেলোয়াড়দের মধ্যে যে সকল খেলোয়াড় পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবেন, সেই সকল খেলোয়াড় চলমান আবাসিক ক্যাম্পে নিয়মিত অবস্থান করে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তাদের মধ্য থেকে জাতীয় পুরুষ হ্যান্ডবল দল গঠন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)