নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর সীমান্তের ভারতের অংশে মারা যাওয়া বাংলাদেশী যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত ওয়াসিমের মরদেহ হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মহেশপুর থানা পুলিশ মৃত ওয়াসিম আকরামের মৃতদেহ ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার পিতা ও বড় ভাইয়ের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য. গত (১১ এপ্রিল ) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইছামতি নদীতে ওয়াসিমের লাশ পাওয়া যায়। পরে তার লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালির পর অবশেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।