নিজস্ব প্রতিবেদক: যশোরে বহুতল ভবনের বারান্দার সানশেড ভেঙে নিচে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন মারা যাওয়ার ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। ডেভেলপার কোম্পানি বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলাটি করেছেন নিহত প্রকৌশলী কাজী আজিজুর রহমানের স্ত্রী ইসরাত জাহার রিক্তা (৩৫)।
আসামিরা হলেন ঢাকাস্থ বিল্ডিং ফর ফিউচারের যশোর অফিসের প্রোজেক্ট ম্যানেজার বাবুল, কোম্পানির পূর্ব রাজাবাজার পান্থপথ অফিসের চেয়ারম্যান, ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা অফিসের ম্যানেজার।
সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে ইসরাত জাহার রিক্তা এজাহারে উল্লেখ করেছেন, দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর উপশহর এলাকার মৃত কাজী হাসান আলীর ছেলে প্রকৌশলী কাজী আজিজুর রহমান তার স্বামী। এছাড়া আরো একজন প্রকৌশলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছোট লক্ষিকুল গ্রামের শামসুদ্দিনের ছেলে প্রকৌশলী নিহত মিজানুর রহমান (৩২) এবং নিহত রাজমিস্ত্রি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত রমজান রাজের ছেলে নুরুল রাজ (৩৫) যশোর শহরের সার্কিট হাউজপাড়ার একটি বহুতল ভবনের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন। বিল্ডিংটি নির্মাণ করছে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড। তারা ওই কোম্পানিতে চাকরি করেন। প্রতিটি বিল্ডিং নির্মাণের সময় সেফটি সিকিউরিটি থাকার কথা। কিন্তু কোন সিকিউরিটি না রেখে ইঞ্জিনিয়র ও লেবার দিয়ে কাজ করানো হচ্ছিল। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তার স্বামী , প্রকৌশলী মিজানুর রহমান এবং রাজ মিস্ত্রি নুরুল কাজ দেখার জন্য পঞ্চমতলার বারান্দায় অবস্থান করছিলেন। সে সময় বারান্দা ভেঙ্গে তারা তিনজনই নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তিনি সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে তার স্বামীসহ তিনজনের লাশ দেখতে পান।
ওই নির্মাণ প্রতিষ্ঠান কোন বিধি না মেনে বিল্ডিং তৈরি করছিলো। ফলে বিল্ডিং ধ্বসে তিনজন মারা গেছেন বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।