পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে উন্মুক্ত হলো খুলনা জেলার পাইকগাছা উপজেলার বহুলালোচিত নাছিরপুর খাস খাল। ৬৮ দশমিক ১০ একরের নাছিরপুর খাল দীর্ঘদিন ধরে কখনও ইজারা নিয়ে আবার কখনো ইজারাবিহীন অবৈধ জবর দখলে রেখে খণ্ড খণ্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন দখলদাররা।
পাইকগাছার তালতলা থেকে হরিঢালী অবধি আলোচিত নাছিরপুর খালটি বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার ও উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণপদ দাসসহ সেনাবাহিনীও পুলিশের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
সর্বশেষ ২৫ জুন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব রুহুল আমিন সাক্ষরিত উন্নয়ন প্রকল্পের আওতায় নাছিরপুর খাল জলমহাল ইজারা প্রদান-সংক্রান্ত এক পত্রে জানানো হয়, ১৬ জুন সরকারি জলমহাল ইজারা প্রদান-সংক্রান্ত কমিটির ৮৫তম সভায় জলমহাল ব্যবস্থাপনা নীতি মোতাবেক জলমহালটি আপাতত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আদালত যে রায় দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি সে লক্ষ্যে খুলনা জেলার ১০ জলমহাল উন্মুক্ত করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। ৩০ জুন খুলনার ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণা করা হয়।