Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত  মুক্তি সম্ভব নয় : গোলাম পরওয়ার

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১০:২১:১৪ এম

 

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। কুরআন সুন্নাহর ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে। সব দলের শাসন আপনারা দেখেছেন বাকি আছে শুধু ইসলামপন্থীদের শাসন দেখার। তাই আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ৩০০ আসনের পার্লামেন্টে বেশিরভাগ আসনে যদি আমরা সৎ লোক পাঠাতে পারি তাহলে মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে।

মঙ্গলবার দিনব্যাপী ফুলতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে সন্ধ্যায় ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি সকাল ৭টায় ফুলতলা ইউনিয়নের শিকিরহাট হাফ রাস্তায়, সকাল ৯টায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এলাকায়, বেলা ১১টায় ভাটপাড়া খেয়াখাট এলাকায়, দুপুর ১২টায় ভদ্র পুকুর এলাকায়, বিকাল ৪টায় বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় এবং বিকাল সাড়ে বুড়িয়াযডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান,  সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ।

সেক্রেটারী  মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আজিজুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মো. আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি নজরুল ইসলাম জমাদ্দার, ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আলামিন গাজী, জামিরা ইউনিয়ন আমির শরিফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, শেখ আ. জলিল, এএইচএম শফিউল্লাহ হাজেরী, শাহজাহান মোল্যা, ফুলতলার  অমুসলিম শাখার সভাপতি গৌরহরি দাস, মাওলানা জোবায়ের হোসেন ফাহাদ, গাজী নূর ইসলাম বাবুল, নূর আলী আকুঞ্জী, সোহেল সরদার, জুলহাস আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক সরদার, কাজী সাজ্জাদ হোসেন, ফয়সাল শেখ প্রমুখ।

গণসংযোগকালে তিনি জামায়াতের শিকিরহাট খেয়াঘাট  ইউনিট কার্যালয় উদ্বোধন, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, রহমানিয়া এলিমেন্টরী স্কুল, যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা, পায়গ্রামকসবা আবু মোর্কারম ফজলুল বারী দাখিল মাদরাসা, ফুলতলা ইউনিয়ন পরিষদ এবং রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)