খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ১ জুলাই (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীদের ডিসিপ্লিন পর্যায়ের ওরিয়েন্টেশন শুরু হয়। ওরিয়েন্টেশনের পাশাপাশি ডিসিপ্লিনের নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাবরেটরি, লাইব্রেরি, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে পরিচিত করানো হয়।
এদিকে বিকাল ৩টায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্যে ডিসিপ্লিন প্রধান ড. মোঃ মাহমুদ আলম সংশ্লিষ্ট ডিসিপ্লিনের পথচলা, অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কেএম আব্দুল্লাহ আল-আমিন রাব্বি। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এসে এবার নিজস্ব পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।