চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছায় হাইড্রোলিক হর্ন ব্যবহারে কারণে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৪ যানবাহনকে জরিমানা করা হয়। একই সঙ্গে ৪ মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে চৌগাছা শহরের কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ৪ পরিবহনে ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) ১৫(২) ধারার শব্দ দুষণ নিয়ন্ত্রণ বিধিমালা,২০০৬ এর ১৮ ধারায় মামলা দিয়ে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে হর্নগুলো জব্দ করে আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, জরিমানার আওতায় পড়া যান বাহনের বিরুদ্ধে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জিহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।