মহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর্মকারের ধারালো বাটালের আঘাতে নুর আলম ভাষান (২৫) নামের এক কৃষকদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভাষান উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়কের পদে রয়েছেন। এ ঘটনায় ভাষানের মা কোহিনূর বেগম বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
হামলাকারী বিদ্যুৎ রুবিদাস (৩২)। উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা। তার পিতার নাম গনেশ রুবিদাস।
পুলিশ জানায়, বিদ্যুৎ রুবিদাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে চর্মকার হিসেবে দিনমজুরে কাজ করেন। গত পনের দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎ এর কাছে পাঁচশত টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি বিদ্যুৎ’র কাছে জুতা আনতে যান। তখন বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরো কয়েক দিন দেরি হবে। এ বিষয়টি নিয়ে চর্মকারের সাথে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপনেয়। পরে চর্মকার বিদ্যুৎ তার কাজের চামড়া কাটা ধারালো বাটাল দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।
স্বজনদের সাথে বলে জানা যায়, কৃষকদল নেতা ভাষানের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। সোমবার সকাল সাতটায় চিকিৎসকরা তার আঘাতের স্থানে অস্ত্রপাচার করেন। তার একটি কিডনি বাতিল হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে মাগুরা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।