Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, সুইমার ট্যালেন্ট হান্ট

যশোর থেকে ইয়েস কার্ড পেলো ৫৯ সাঁতারু

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৪০:০২ পিএম

ক্রীড়া প্রতিবেদক: যশোরে বুধবার ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সুইমার ট্যালেন্ট হান্ট হয়েছে। দিনব্যাপী বাছাইয়ে যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছে ৫৯ ক্ষুদে সাঁতারু। এর মধ্যে ৪৩ জন বালক ও ১৬ জন বালিকা। বাছাইয়ে অংশ নেয় ১৯৫ জন সাতারু। বাছাইকৃতদের নিয়ে ঢাকা জাতীয় সুইমিংপুলে দীর্ঘমেয়াদী আবাসিক ক্যাম্প পরিচালনা করা হবে। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার সাঁতারুর মধ্য থেকে তাদের বাছাই করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগীতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট হলো। আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস। দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু  খুঁজে বের করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক ৮ টি বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হচ্ছে। যেখানে প্রায় ৬শ’ উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। এদিকে, বিকেলে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার মো. ফাহিম আহমদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, দেশের ৬৪ টি জেলায় গত ১০ মে শুরু হয়েছে এ কার্যক্রম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)