ক্রীড়া প্রতিবেদক: যশোরে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট। যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে দিনব্যাপী হবে ৪ জেলার সাঁতারুদের বাছাই কার্যক্রম। যশোর ছাড়াও ট্যালেন্ট হান্টে অংশ নেবে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার সাঁতারুরা। যশোরের এ কার্যক্রমের প্রতিনিধিত্ব করবেন সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান। অংশগ্রহণে ইচ্ছুক সাঁতারুরা অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াও উপস্থিতিতে নাম অন্তভূক্ত করতে পারবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট করা হচ্ছে। এই কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস। দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক ৮ টি বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হবে। যেখানে প্রায় ৬শ’ উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। এখান থেকে বাছাইকৃতদের নিয়ে ঢাকা জাতীয় সুইমিংপুলে দীর্ঘমেয়াদী আবাসিক ক্যাম্প পরিচালনা করা হবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক বাছাইকৃত সাঁতারুদের নির্ধারিত হারে দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতা দেয়া হবে। ৯-১১ ‘ক’ গ্রুপ এবং ১২-১৫ ‘খ’ গ্রুপ (পুরুষ/মহিলা)। উল্লেখ্য, দেশের ৬৪ টি জেলায় গত ১০ মে শুরু হয়েছে এ কার্যক্রম।