Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বাড়তি খাজনা ও দুর্ব্যবহারের অভিযোগ

ঘোপ বউ বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ, পৌরসভা ঘেরাও

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৬:২৫:১০ এম

 

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারে খাজনা দ্বিগুণ করার প্রতিবাদ এবং ইজারাদারের লোকজনের অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে বাজার বন্ধ রেখে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং মিছিলসহ পৌরসভায় গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, এতদিন প্রতিটি দোকান থেকে ২০ টাকা করে খাজনা নেয়া হতো যার ১০ টাকা যেত ইজারাদার ও ১০ টাকা বাজার ব্যবসায়ী সমিতির তহবিলে। কিন্তু সম্প্রতি ইজারাদারের ঘনিষ্ঠ রিপন নামের এক ব্যক্তি দোকান প্রতি ৪০ টাকা খাজনা দাবি করেন। তার দাবি অনুযায়ী, ৩০ টাকা ইজারাদার এবং ১০ টাকা সমিতি পাবে। শুধু তাই নয়, বাজার সীমানার বাইরের ব্যক্তিগত দোকান থেকেও খাজনা আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা আগে কখনো করা হয়নি।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, রিপন খাজনা না দিলে ‘গায়ের ছাল থাকবে না’ বলে হুমকি দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অবমাননাকর আচরণ করেন। বিষয়টি জানাতে ব্যবসায়ীরা পৌরসভায় গেলে পৌরপ্রশাসককে না পেয়ে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডুর কাছে অভিযোগ জানান। সমাধানের আশ্বাস পেয়ে তারা পৌরসভা ত্যাগ করেন।

প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, আমরা ব্যবসায়ীদের অভিযোগগুলো শুনেছি। আগামীকাল (সোমবার) পৌরসভার পক্ষ থেকে বাজারে গিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, এই ঘটনার পর ব্যবসায়ীরা বাজারে ফিরে গেলেও দোকান দুপুরের পরও দোকনপাট খুলেননি। এতে করে সাধারণ মানুষকে বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বিকল্প হিসেবে বড়বাজারে গিয়ে কেনাকাটা করেছেন।

এ বিষয়ে বাজারের ইজারাদার শ্রমিক নেতা আবু হাসান বলেন, পৌরসভা থেকেই ২৫/৩০ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়েছে। এখানে তাদের কোনো হাত নেই। নিয়ম অনুযায়ী খাজনা আদায় করা হচ্ছে। তিনি বলেন, যারা একদিন বাজারের ইজারা নিয়ে ছিলেন তারা এবার না পেয়ে ব্যবসায়ীদের ব্যবহার করছেন। তিনি বলেন, রাজনৈতিক মহল এবং তার প্রতিপক্ষরা ইন্ধন দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে। 

এদিকে, ব্যবসায়ীরা পূর্বের বাজার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন হেলাল আহম্মেদ সাগর, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক মিলন ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জীবন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)