মাসুম বিল্লাহ: যশোর সদরের ইছালী ইউনিয়নের আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়েছে।
১৫ জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান সাক্ষরিত ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দিয়েছে।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষককে সচস্য সচিব, মোঃ আশরাফুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি ও মোঃ তৈয়ব হোসেনকে সাধারণ শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।