Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াবা ও ফেনসিডিল মামলায় দুইজনের ৭ বছর করে কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০২:৫৮:২২ এম

 

নিজস্ব প্রতিবেদক: ইয়াবা ও ফেনসিডিলের মামলায় যশোরের দুই মাদক ব্যবসায়ীকে ৭ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাজু যশোর উপশহর এইব ব্লকের হালিমের ছেলে ও রিপন যশোর সদরের রাজারহাটের মৃত সেলিমের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে,  ২০১৬ সালের ৪ আগস্ট দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা শহরের বড় বাজার আটাপট্টির

মাড়ুয়া মন্দির সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়। এ সময় রিপনের পান সিগারেটের দোকান থেকে রাজুকে আটক ও ১শ’৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক রিপন পালিয়ে যায়। এঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্যের উপ পরিদর্শক বদরুল হাসান। তদন্ত শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে দুই আসমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আলাদা ধারায় ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা  অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং  অপর ধারায় ২ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারদাণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।  সাজাপ্রাপ্ত রিপন পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)