Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা পরিষদের  ১০ কোটি ৬৬ লাখ টাকার বাজেট ঘোষণা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০১:৪৮:৪১ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০ কোটি ৬৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে  রাজস্ব তহবিলের আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৬ লাখ টাকা।  সংস্থাপন ও অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬৬ লাখ টাকা । অবশিষ্ট থাকছে ২ কোটি টাকা।

রোববার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অুনষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

তিনি বলেন, এডিপি থেকে ৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সেখান থেকে যদি এ টাকা বরাদ্দ পাওয়া যায় তাহলে বাজেটের টাকা পরিমান বেড়ে হবে ১৪ কোটি ৬৬ লাখ টাকা। সেই সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সাংবাদিক বৃন্দ।

বাজেট ঘোষণায় জেলা পরিষদের চলতি অর্থবছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, হিসাব ওয়েবসাইটেও দিয়ে রাখা হবে ।

তিনি আরো জানান, জেলার বিভিন্ন স্থানে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের জমি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জেলা পরিষদের জমি, পুকুর, মার্কেট থেকে আয় কম হচ্ছে। এখান থেকে আয় বাড়ানোর জন্য এগুলোর ব্যবস্থাপনা আধুনিক করার চেষ্টা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)