Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেয়ার হুমকি, স্বামীর বিরুদ্ধে মামলা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৫:২৮:১৪ এম

 

নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়ায় স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকির ঘটনায় স্বামী মিসকাতুল আলমের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ওই নারী নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন বাঘারপাড়া থানার ওসিকে। আসামি মিসকাতুল আলম পাইকপাড়া গ্রামের মুক্তার মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জান গেছে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর আসামি মিসকাতুল আলম পারিবারিক ভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের যৌতুকের দাবিতে মিসকাত তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় মিসকাত তার স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। এরপর মিসকাত তার ব্যবহৃত মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের গোপনে ধারণ করা ছবি পরিচিতদের পাঠিয়ে দেয়। স্ত্রীকে তালাক দেয়া হয়েছে মর্মে দেনমোহরের টাকা দাবি করলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগ ম্যধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি পর্নোগ্রাফি আইনে আদালতে এ মামলা করেছেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)