ক্রীড়া প্রতিবেদক : ‘অরেঞ্জ সিটি-অ্যান্টিভায়োলেন্ট সিটি’ গড়ার প্রত্যয়ে যশোরে আজ শুক্রবার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। দুই শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ এই ম্যারাথনে অংশ নেবেন বলে জানান আয়োজক সংগঠন ইয়াভ ফাউন্ডেশন। এরই মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন প্রতিযোগীরা। মিনি ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে মিট দ্যা প্রেস করেন আয়োজকরা। লিখিত বক্তব্য পাঠ করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু। লিখিত বক্তব্যে জানানো হয়, আজ শুক্রবার রান ফর যশোর ১.০ নামে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। শহরের টাউন হল ময়দান থেকে ভোর ৬টায় শুরু হবে দৌড়। ম্যারাথনটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক, প্যারিস রোড, ঈদগাহ ময়দানের পাশ দিয়ে মুজিব সড়ক হয়ে চাঁচড়া চেকপোস্ট ঘুরে আবার টাউন হল ময়দানে এসে শেষ হবে। পরে পুরস্কার বিতরণ করা হবে। স্কুল কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, পেশাজীবী কিংবা সিনিয়র সিটিজেন সকলেই এ আয়োজনে এক কাতারে এসে অভিন্ন দায়িত্ববোধ অনুভব করবেন। পাশাপাশি এটি হবে প্রতীকী পদক্ষেপ যশোর শহরকে ‘অরেঞ্জ সিটি-অ্যান্টিভায়োলেন্ট সিটি’ একটি অহিংস, আত্মহত্যামুক্ত ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়। এই ম্যারাথন হবে শুধু পদক্ষেপ নয়, হবে পরিবর্তনের পদধ্বনি। টাউন হল মাঠ থেকে শুরু হয়ে চাঁচড়া চেকপোস্ট থেকে আবার টাউন হল মাঠে এসে সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন হবে। আয়োজনে ১০জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রাইজমানিসহ থাকবে আরো আকর্ষণীয় পুরস্কার। সকালের আয়োজন শেষে বিকেলে টাউন হল মাঠে কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২.০ অনুষ্ঠিত হবে। মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়, সঞ্চালক শ্রাবন্তি বারই সুচি, তামজিদ হাসান, শাহরিয়ান ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রান্ত বিশ্বাস, উর্মি জাহান প্রমুখ।