নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: কোনভাবেই থামানো যাচ্ছে না মহেশপুর সীমান্তে গড়ে ওঠা ধুড় পাচারের সেন্ডিকেট চক্র গুলোকে। কতিপয় পুলিশ ও বিজিবির দালাল পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে ভারতে পাচার করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খোশালপুর গ্রামের কয়েকজন জানান, দালালরা মাথা প্রতি ৭ থেকে ৮ হাজার টাকার বিনিময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা মানুষ (ধুড়) ভারতে পাচার করে আসছে। পাচারকালে অনেক নারী দালাল চক্রের দ্বারা ধর্ষণের শিকারও হয়েছেন।
সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পারিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে ভারতে যাওয়ার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১ জন,
কুমিল্লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩ জন, শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জন, খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জন, বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ১৪ জন, বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ৫ জনকে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় পৃথকভাবে মহেশপুর থানায় মামলা হয়েছে।