ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও ভলিবল পরিষদের সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ আহমেদের স্মরণে সোমবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী পরিষদ, ক্রীড়া সংগঠক ও ভলিবল খেলোয়াড়রা বিকেলে যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করেন। স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি আসাদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলু, বাংলাদেশ অলিমপিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য এ জেড এম সালেক, ক্রীড়া সংগঠক আখিরুজ্জামান সান্টু, সোহেল মাসুদ হাসান টিটো, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, খায়েরুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, হালিম রেজা প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন বেলায়েত হোসাইন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামান। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল (বুধবার) রাত আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন শহিদ আহমেদ।