কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চাঁদড়া গ্রামের মৃত আবু কালাম সরদারের ছেলে ফারুক হোসেন সরদার (৩৯) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
উপজেলা ভূমি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফারুক হোসেন সরদার সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে মাটি কাটছে এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ফারুক হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ দৈনিক স্পন্দনকে জানান, সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ফারুক হোসেন সরদার (৩৯) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।