Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:১৫:২৫ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স (পুরুষ) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৬ মে) বিকেলে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা এবং সনদপত্র বিতরণ করা হয়। আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। জেলা আনসার ও ভিডিপি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শুভ মালাকার, প্রশিক্ষক কামরুজ্জামান, মির্জা ইয়াকুব, মাছুম মিয়া, সাদেক আলীসহ অনেকে।

২৮দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৪৪ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য তিনজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। অস্ত্র ও গুলি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ৯ এপ্রিল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে ৬ মে শেষ হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)