শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের নবনিযুক্ত কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী খান জিন্নাহ।
গঙ্গা-কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির ফখরুদ্দিন বিশ্বাস মিজান, ৬ নম্বর কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, অভিভাবক সদস্য কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু জাফর, সাবেক সাধারণ সম্পাদক ও ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মফিজুল হক বাবলা, নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান প্রমুখ।