Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় চাচা-ভাইপোকে কুপিয়ে হত্যা চেষ্টায় আদালতে মামলা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:২৬:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ার সুকদেবপুর গ্রামের শহিদুল্লাহ ও তার ভাইপো নিশানকে মারপিট এবং কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭ জনের বিরুদ্দে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার সবুজ হোসেনের স্ত্রী রাজিয়া বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন বাঘারপাড়া থানার ওসিকে।
আসামিরা হলো, সুকদেবপুর গ্রামের আব্দুল সামাদ ও তার স্ত্রী লিলি বেগম, দুই ছেলে মুস্তাইন, জবের আলী, মেয়ে নাদিরা আব্দুর রশিদ ও তার ছেলে মামুন হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৩০ এপ্রিল বিকেলে আসামি লিলি বেগম ধান মাড়াই মেশিন নিতে আসে রিজিয়ার বাড়িতে। এ সময় রিজিয়া তাকে জানায় ধান মাড়াই মেশিন অন্য একজনকে দেয়ার কথা রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে লিলি বেগম তাদের গালিগালাজ করতে করতে চলে যায়। এরপর লিলি বেগম বাড়িতে যেয়ে অপর আসামিদের ডেকে নিয়ে রিজিয়ার বাড়িতে চড়াও হয়। এ সময় আসামিরা রিজিয়ার দেবর ও ভাসুরের ছেলে নিশানকে মারপিট ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। আসমা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। একপর্যায়ে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা ঘরের মালামাল, টাকা ও গহনা লুট করে নিয়ে যায়। আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত শহিদুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)