Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর নগর বিএনপি ফুটবল উৎসব

আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ৩ ও ৬ নম্বর ওয়ার্ড

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:১৪:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব- ১৪৩২ এর প্রথম সেমিফাইনাল খেলা আজ রোববার অনুষ্ঠিত হবে। বিকেলে চারটায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বৈশাখী ফুটবল উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার নগর বিএনপি সংবাদ সম্মেলন করে।

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, গেল ২৫ এপ্রিল যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বৈশাখী ফুটবল উৎসবের যাত্রা শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল উৎসবের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর নগরের ৯টি ওয়ার্ডের নিয়ে ইতিমেধ্য ১ম পর্বের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ৪ টি দল  সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ৩ নম্বর বনাম ৬ নম্বর ওয়ার্ড। আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ১ নম্বর বনাম ৯ নম্বর ওয়ার্ড। দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে আগামী ১০ মে (শনিবার) শ্রেষ্ঠত্ব লড়াই অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলায় উভয় দলের হয়ে তিনজন বহিরাগত অথবা বিদেশী খেলোয়াড় অংশ নিতে পারবে। চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি এবং  রানারআপ দলকে নগদ পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়, সেরা সু-শৃঙ্খল দলকে প্রাইজ মানি প্রদান করা হবে। একই সাথে যশোরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষররা ক্রীড়াঙ্গনকে জিম্মি করে রেখেছিল। আমাদের এই আয়োজনের মাধ্যমে ফুটবল খেলাকে নিয়ে থেমে থাকা স্বপ্ন নতুন করে জাগ্রত হবে। দীর্ঘ ১৫ বছর পর যশোরের মানুষ ফুটবলকে নতুন ভাবে পেতে শুরু করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, শেখ সুলতান আহমেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)