শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত সাব্বির (২১) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে। এছাড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান হাতের আঙ্গুল ও বাঁ পায়ের হাঁটুর হাড় ভেঙে দিয়েছে। এ সময় এক প্রতিবেশীরা এগিয়ে আসলে দুবৃত্ত্বরা পালিয়ে যায়। মঙ্গলবার রাত ৮ দিকে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের ইউনুস হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।