Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ড. হোসনে আরা বানু বৃত্তির ১ম কিস্তির টাকা প্রদান

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:২২:৪২ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের  নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের কন্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যার্শী গরীবের ডাক্তার খ্যাত আলহাজ অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমের বোন এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালের কৃতি শিক্ষার্থী কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ১ম কিস্তির টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে (জানুয়ারী-জুন’২৫) মাসিক ৫শত টাকা করে প্রত্যেককে এককালীন ৩ হাজার টাকা করে ২০ জন শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

প্রধান শিক্ষক মো: আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, প্রকৌশলী ড. হোসনে আরা বানু’র মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক মো: হাবিবুর রহমান, মো: রেজাউল ইসলাম, এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম, সাংবাদিক মো: রফিকুল ইসলাম, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মাহাবুবর রহমান, শিক্ষক মো: মিজানুর রহমানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বৃত্তির টাকা নিয়ে শিক্ষা খাতে ব্যবহার ও মনোযোগ দিয়ে লেখাপড়া করে সাফল্য অর্জনের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান এবং বৃত্তিদাতা ড. হোসনে আরা বানু ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)