আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকায় খাঁচা বন্দি থেকে ৩টি টিয়া পাখিকে উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে ২টি দেশি টিয়া পাখি ও ১টি মদনা টিয়া অবমুক্ত করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
এ ঘটনায় অভিযুক্ত পাখি বিক্রেতা ‘আর কখনো পাখি বিক্রি করবেন না’- এই মর্মে ওয়াদা দিয়েছেন। জীববৈচিত্র?্য সংরক্ষণ যুব সংস্থা যুব সংস্থার কমিটির সভাপতি এম হিরন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা যুব সংস্থার কমিটির সদস্যরা আলমডাঙ্গা পৌরসভার বাজারে বিক্রির সময় গোপন সংবাদে পাখিগুলো উদ্ধার করেন।