Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে ভাস্কর্য  প্রদর্শনী

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:১১:০৬ পিএম

 

খুলনা প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের নির্মম বাস্তবতাকে শিল্পের মাধ্যমে তুলে ধরতে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আঙ্গিনায় ভাস্কর্য ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং সহকারী অধ্যাপক রওনক হাসানের নির্দেশনায় অনুষ্ঠিত হয় “শাটার্ড ক্রেডল : ব্রুইজড ব্লুম অব গাজা” শীর্ষক একটি ব্যর্তক্রমধর্মী ভাস্কর্য প্রদর্শনী। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উঠে এসেছে যুদ্ধবিদ্ধস্ত গাজার শিশুদের বেদনাময় বাস্তবতা, যাদের শৈশব থেমে গেছে ধ্বংসের ধুলোয়।

ভাস্কর্যের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন যুদ্ধের নির্মমতা, শিশুদের নিঃশব্দ আর্তনাদ এবং তাদের হারানো স্বপ্ন। এই আয়োজনের মাধ্যমে শিল্পীরা শুধু সৃজনশীলতা নয়, বরং মানবিক দায়বদ্ধতাকেও প্রকাশ করেছেন। শাটার্ড ক্রেডলের অর্থ যেমন ভাঙা দোলনা, তেমনি ফিলিস্তিনি শিশুদের শৈশব আজ ভঙ্গুর ও বিপন্ন, যা শুভবোধসম্পন্ন মানবিক হৃদয়কে ভীষণভাবে আহত করে। প্রদর্শনীতে ১৭ জন শিল্পীর ভাস্কর্য প্রদর্শিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)