নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে সকাল সাড়ে ৮টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে শহরে র্যালি বের করা হবে। র্যালিটি দড়াটানা, মুজিব সড়ক হয়ে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হবে।
জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সাকলে কালেক্টরেট সভাকক্ষ সনেটে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, এদিন র্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ নিজের মতো করে অনুষ্ঠান করবে। মে দিবসে কোনো প্রতিষ্ঠানে শ্রমিকের বেতন কর্তন করা যাবে না। কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানের সেটা নিশ্চিত করতে হবে। এ দিবস উদযাপনকে কেন্দ্র করে কোনো সহিংসতা না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, যেসব শ্রমিকদের নিয়োগ পত্র নেই, তাদের নিযোগ পত্র নিশ্চিত করতে শ্রমিক নেতাদের উদ্যোগ নিতে হবে। মে দিবসে আরো বেশি সচেতনতা নিশ্চিত করতে হবে। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্তূজা হোসেন, নাসিবের সভাপতি সাকির আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক আরিফুল ইসলাম প্রমুখ।