চৌগাছা প্রতিনিধি : চৌগাছার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (৭২) ইন্তেকাল করেছেন। তিনি চৌগাছা পৌরসভার থানা পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রোববার দুপুরে ঢাকার পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
কর্মজীবনে তিনি বাংলাদেশ রাইফেলসের জেসিও পদ থেকে অবসরে যান। মৃত্যুকালে স্ত্রী,পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের স্বজনরা জানিয়েছেন সোমবার সকাল নয়টায় পাঁচনামনার মোড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।