বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় মোবাইল ফোনের দোকানে চুরি হয়েছে। শুক্রবার দুপুরে এ চুরি হয়। উপজেলা সদরে চৌরাস্তায় জেলা পরিষদের দোকান হালিমা টেলিকমে এ চুরি হয়। দোকান মালিক জানান নগদ আট লাখ টাকা চুরি হয়েছে। দোকানের মালিক আব্দুল আলিম জানান, দোকান বন্ধ রেখে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যায়। ফিরে এসে দোকান খুলে দেখি উপর থেকে টিনের ছাউনি কাটা। এসময় ড্রয়ার ভিতর কোন টাকা নেই। পরে দেখা যায় টিন কেটে ভিতরে ঢুকে আট লাখ টাকা দিয়ে গেছে। আরো জানান, সিসি ক্যামেরায় চুরি করে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল রহমান জানান, চুরির বিষয় পুলিশ মাঠে কাজ করছে।