লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চর মল্লিকপুর গ্রামে মিরান শেখ ও জিয়ারুল শেখ দুই ভাই হত্যা মামলার পর বাদির স্বাক্ষী আরিফ হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপটের অভিযোগ পাওয়া গেছে আসামীদের বিরুদ্ধে। সাক্ষী আরিফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, এক তলা বিশিষ্ট বাড়ির বিভিন্ন দেয়াল ভাঙা,জানালা গ্রিল,দরজাসহ ঘরের মধ্যে থাকা টিভি,ফ্রিজ-আলমামারী বিভিন্ন জিনিসপত্রের ভাঙচুরেরর অংশ পড়ে অেেছ। বাদ যাই নাই ঘরের মধ্যে ও বাইরের টয়লেটও।
ভুক্তভোগী আরিফ হোসেনে অভিযোগ করে বলেন, চর মল্লিকপুর গ্রামের দুই ভাই হত্যা মামলার আমি এক নম্বর সাক্ষী । বিভিন্ন সময়ে আসামিরা ও তাদের পক্ষের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেয়ায় গত বৃহস্পতিবার আমার বাড়িতে এসে আমার বাবা মোশারেফ হোসেনকে আসামিরা বলেন, কাকা তুমি টাকা দিলে না তোমার বাড়ি কিছুই থাকবেনা। এর পর গত শুক্রবার আসামি পক্ষের লোকজন আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।