লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ রাজনীতিক উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সাচ্চু মিয়া। গত ২৩ মার্চ ২০২৩৭ নম্বর স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বোর্ডের চেয়ারম্যান এর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাচ্চু মিয়াকে সভাপতির হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছিলেন দিদার-ই-এলাহী।
নব নিযুক্ত সভাপতি সাচ্চু মিয়া লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি প্রয়াত শিক্ষক মরহুম আতিয়ার রহমান ও রিজিয়া বেগম দম্পতির মেঝ ছেলে । প্রাথমিক শিক্ষা শেষে সাচ্চু মিয়া লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি লোহাগড়া সরকারী আদর্শ কলেজে ভর্তি হন এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সবুজ-সাচ্চু প্যানেলে প্রথম জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন। লোহাগড়া আদর্শ কলেজ থেকে ডিগ্রী পাস করে তিনি খুলনা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পাস করেন। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
সাচ্চু মিয়া লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।