দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় সরকারি কাজে বাধা দেয়ার বিষয়ে প্রতিবাদ করার কারণে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুর রহমান মিন্টু। আহত মিন্টুকে সখিপুরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মিন্টুর ভাই উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মৃত মহাসীন সরদারের ছেলে হাফিজুল ইসলাম লাল্টু বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় এ লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, লাল্টুদের রেকর্ডিং সম্পত্তির উপর দিয়ে সরকারি রাস্তার কাজ শুরু করার সময় সকাল ৮টার দিকে উত্তর কোমরপুর গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের ২ ছেলে মিজানুর রহমান ও আনিছুর রহমান, একই গ্রামের আনিসুর রহমানের ছেলে রিয়াসাত আলী সজিব, মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন মিলে সরকারি রাস্তার কাজে বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা লোহার রড, দাসহ ভারি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুর রহমান মিন্টু গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় চাচা রেজাউল ও চাচাতো ভাই খায়রুল আহত হয়।