দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় সন্ত্রাসী হামলায় বসতঘর, বাড়ির প্রাচীর ও ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলায় আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সারাফাত হোসেন (৩২) এজাহারে উল্লেখ করেছেন, তিনি ইটভাটায় কাজের জন্য ঢাকায় থাকেন। বাড়িতে তার মা শাহানারা ও স্ত্রী হোসনেয়ারা তার দুই মেয়েকে নিয়ে বসবাস করে। গত ১৪ মার্চ ভোরে উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত ধুরবাজ সরদারের ২ ছেলে সাইফুল ইসলাম শোকর ও মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম শোকরের ২ ছেলে খায়রুল ও মাছুম, মৃত মাজেদের ছেলে আজিতসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন চিহ্নিত সন্ত্রাসী দা, লোহার রড, কুড়াল, লাঠিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির গেট ভাঙচুর করে। পরে তারা বাড়ির সীমানা প্রাচীর এবং বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় তার মা ও স্ত্রী তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার মাকে মারপিট করে আহত করে এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি ঘটায়। পরে আহত শাহানারা বেগমকে সখিপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবহাটা থানার ওসি হযরত আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলা নথিভুক্ত করে আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।