লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: ২০১০ সালের ১৮ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগীয় জনসভায় যোগ দিতে গিয়ে লোহাগড়ার সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্মরণসভা, পরিবারের মাঝে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলা কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজভি জজ, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, নড়াইল পৌর সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মসিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নায়েব আলী, মিরাজ ফকির,ওলিয়ার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে নিহত ১০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয় হয়। পরে দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।