Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৩:৫৭:০৩ পিএম

 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী সংলগ্ন চর-জাজিরা কালনা মৌজায় বসবাসকারী দুই শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে সহস্রাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক মোল্যা হেমায়েত হোসেন, শিক্ষক মফিজুর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, সুমন রহমান, সোহাগ মোল্যা, রুহুল আমীন প্রমুখ। মানববন্ধন ও মিছিল  শেষে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোল্যা হেমায়েত হোসেন বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর পশ্চিম পাড়ে পলি বেষ্টিত তিন ফসলী জমিতে দুই শতাধিক কৃষি নির্ভর পরিবারকে উচ্ছেদ করে  প্রস্তাবিত ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা জনস্বার্থের পরিপন্থি। তিনি দু’শতাধিক পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে দেয়া হবে না বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)