লোহাগড়া প্রতিনিধি : লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ও পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লোহাগড়া বাজার সংলগ্ন স্কুল রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার ১১ টার দিকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লোহাগড়া পৌর বিএনপির লক্ষীপাশা অফিসে দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর সাথে পৌর বিএনপি সভাপতি মিলু শরীফের মধ্যে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। খবর পেয়ে সেলিমের ছেলে রিজভী কাজীসহ তার বন্ধুরা সভাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মীমাংসা করে দেন। সন্ধ্যায় কাজী সুলতানুজ্জামান সেলিমের ছেলে রিজভী কাজীসহ তার বন্ধুরা লোহাগড়া বাজার সংলগ্ন স্কুল রোডের একটি রেস্টুরেন্টে ইফতার শেষে বের হলে একদল যুবক তাদের উপর হামলা চালিয়ে রিজভী কাজী ও তার বন্ধু আকাশকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ বলেন, সেলিম কাজীর ছেলেসহ তার বন্ধুরা আমার বাড়ির সামনে আমার উপর হামলা চালিয়েছে। স্থানীয়রা দ্রুত এসে আমাকে উদ্ধার করে। তিনি আরও বলেন, সেলিম ভাইয়ের ছেলে ও তার বন্ধুদের নিয়ে দুপুরে আমাদের পৌর অফিসে সভা চলাকালীন সময় সামনে গিয়ে অবৈধভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, মিলু শরীফের নির্দেশে তার সমর্থকরা আমার ছেলে ও তার বন্ধু আকাশকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।