আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল মুকুলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন, মানিকখালি বিসমিল্লাহ হ্যাচারির চেয়ারম্যান আলহাজ গাউসুল হোসেন রাজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা, কামরুল ইসলাম প্রমুখ।